নোয়াখালী

সম্পাদকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রত্যাহারে আলটিমেটাম সাংবাদিকদের

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৪৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৪৯:০৫ অপরাহ্ন

নোয়াখালীতে স্থানীয় দৈনিক সফল বার্তার কার্যালয় বন্ধ করে সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রোববার (১৮ মে) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে মামলা প্রত্যাহারে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। এতে জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক লিয়াকত আলী খান অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল আমার পত্রিকার কার্যালয়সহ চারটি দোকান দখল করে নিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। আমি জেলা জাসাসের আহ্বায়ক। আমার উপর এমন হলে সাধারণ জনগণের কি অবস্থা?

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আলমগীর ইউসুফ বলেন, দৈনিক সফল বার্তার কার্যালয় খুলে দিয়ে সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে আজ (রোববার) জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে। এতে আগামি ১০ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ মে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল বাদি হয়ে সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আদালতে দায়ের করেছেন। বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

সমবায় ব্যাংকের সহ-সভাপতি বেলাল হোসেন বলেন, পাঁচটি কক্ষের ভাড়া বাবত লিয়াকত আলী খানের থেকে ৩৫ লাখ টাকা ব্যাংক পাওনা হয়। বারবার নোটিশ করেও ভাড়ার টাকা না পেয়ে কক্ষগুলো দখলে নিয়ে অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে। আর মামলার বিষয়টি আমাদের জানা নাই।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে ফোন দিলে তিনি একটি মিটিংয়ে আছেন আধা ঘন্টা পরে ফোন দিবেন বলে লাইন কেটে দেন। পরে ফোন দিয়েও তাকে আর পাওয়া যায়নি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা বোরহান উদ্দিন, একাত্তর টিভির প্রতিনিধি মিজানুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, যমুনা টিভির প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, প্রথম আলোর প্রতিবেদক মাহবুবুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি মানিক ভূঁইয়া, নিউজ-২৪ প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেল, জাগো নিউজের প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আজাদ ভূঁইয়া, আমার সংবাদের প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ প্রমূখ।

সম্পাদকীয় :

সম্পাদক: নূরুল কবির
ঠিকানা: ৯৯/১ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
ইমেইল: [email protected]


অফিস :