​মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো কিশোরের

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:৫২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:৫৩:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবদেক, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইলের ধাক্কায় জিহাদুল ইসলাম রাহুল (১৭) নামে এক  কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আকাশ নামে একজন গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে চাটখিল বাজারের ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জাহাঙ্গীর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জিহাদুল ইসলাম রাহুল চাটখিলের দক্ষিণ দশগরিয়া গ্রামের মোল্লা বাড়ির নুরুল ইসলাম খোকনের ছেলে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে থাকা (নোয়াখালী মেট্রো ড ১১-০৩১৫ নাম্বারের) একটি মিনি ট্রাক অবৈধভাবে রাস্তায় পার্কিং করে রাখলে একটি গরুবোঝাই ট্রাক তাকে অতিক্রম করতে গেলে আকাশ ও রাহুলের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই সড়কে ছিটকে পড়লে গরু বোঝাই ট্রাকটি রাহুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে নতুন দেশকে বলেন, ঘাতক দুই ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: নূরুল কবির
ঠিকানা: ৯৯/১ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
ইমেইল: [email protected]


অফিস :