ভারতীয়দের আগের মতো ভিসা দিচ্ছে না দুবাই
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৯:২৩:৩৪ অপরাহ্ন
সম্প্রতি বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের দুবাইয়ের ভিসা আবেদন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এর নেপথ্যে রয়েছে, দুবাইয়ের পর্যটকদের ভিসার ক্ষেত্রে আমিরাত সরকারের কঠোর নীতি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলছে, আগে ভারতীয় নাগরিকদের দুবাইয়ের ৯৯ শতাংশ ভিসা অনুমোদন দেওয়া হত। তবে সেই সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে প্রয়োজনীয় সব নথিসহ খুব ভালো করে প্রস্তুত করা ভিসার আবেদনও বাতিল করে দেওয়া হচ্ছে।
মূলত, আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন নীতি আরোপ করেছে, যা আগের চেয়ে অনেক বেশি কঠোর।
নতুন নিয়মে বলা হয়েছে, পর্যটকদের তাদের হোটেল বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময়। এছাড়াও, যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা পরিচিত কারো কাছে উঠে, তার যাবতীয় তথ্যও আবেদনে উল্লেখ করতে হবে।
এদিকে, ভিসা বাতিল হওয়ার ফলে অনেক ভারতীয়ই বিপুল অর্থের ক্ষতি হচ্ছে। কারণ, ভিসা বাতিল হতেই অনেকেরই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বাতিল করতে হচ্ছে। এতে বিপুল অর্থ খরচ হলেও গন্তব্যে যাওয়া হচ্ছে না।
কমেন্ট বক্স