ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​সৌদি আরবের বুলেভার্ড ওয়ার্ল্ড: ১৩ দেশের সংস্কৃতির দেখা মেলে যেখানে

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৯:০৮:০৬ অপরাহ্ন
​সৌদি আরবের বুলেভার্ড ওয়ার্ল্ড: ১৩ দেশের সংস্কৃতির দেখা মেলে যেখানে

সৌদি আরবের রাজধানী রিয়াদে গড়ে তোলা হয়েছে বুলেভার্ড ওয়ার্ল্ড। যেখানে গেলে দেখা মিলবে বিশ্বের ১৩টি দেশের ইতিহাস ও সংস্কৃতি।
 
বুলেভার্ড  ঘুরে দেখা যায়, এখানের প্রবেশ দ্বারেই আরবীয় ঐতিহ্যের অংশ হিসেবে উটের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। উট যেন আগত দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে।  

বুলেভার্ড ওয়ার্ল্ডের বিশেষত হলো, এখানে বিশ্বের ১৩টি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, মরক্কো, গ্রিস, ভারত, চীন, জাপান, স্পেন, তুরস্ক, ইরান ও  মেক্সিকো।  

বুলেভার্ড ওয়ার্ল্ডে প্রথম ঢুকলেই চোখে পড়বে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি। বিভিন্ন ধরনের খাদ্য ও  ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর স্টলও রয়েছে এখানে। এসব স্টল থেকে দর্শকরা পছন্দ  অনুযায়ী পণ্য কিনতে পারেন।

বিনোদন পার্কটি ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশের  জোন তৈরি করা হয়েছে। এসব  জোনে সেসব  দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের আদলে গড়ে তোলা হয়েছে, বিভিন্ন ধরনের স্টল। একই সঙ্গে সেসব দেশের আইকনিক স্থাপনার রেপ্লিকা তৈরি করা হয়েছে। ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে শুরু করে মিশরের পিরামিড পর্যন্ত প্রতিটি দেশের ঐতিহ্যবাহী স্থাপনার রেপ্লিকা রয়েছে এখানে।

একই সঙ্গে পার্কের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম লেক। এই লেকের আয়তন  ১২ দশমিক ১৯ হেক্টর। ইতোমধ্যেই লেকটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম লেক হিসেবে গিনেজ বুকে রেকর্ড গড়েছে। লেকের নীল পানিতে বোটে চড়তে পারেন দর্শনার্থীরা।

ইরান ও  তুরস্কের জোনে দেখা গেল, তাদের দেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল। এছাড়া এখানের বেশ কয়েকটি কার্পেটের দোকানে ভিড় দেখা যায়। একইভাবে কেউ যদি মিশরে গিয়ে প্রকৃত পিরামিড দেখার সুযোগ না পান, এখানে গিয়ে পিরামিড দেখতে পারবেন। এক কথায় কেউ যদি পুরো বিশ্বকে দেখতে চান, তাহলে এখানে গিয়ে পুরো বিশ্বকে দেখার স্বাদ পেতে পারেন।  

উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর রিয়াদ সিজনের অংশ হিসেবে  বুলেভার্ড ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এখানের প্রবেশ ফি ৩০ রিয়াল।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ