দেশে ফিরছেন এশিয়া কাপজয়ী যুবারা
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৮:৩১:৩০ অপরাহ্ন
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ৬৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
সোমবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এশিয়া কাপজয়ী দল। ক্রিকেটারদের সঙ্গে আসছেন কোচিং স্টাফের সদস্যরাও। চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিদেশে থাকায় পুরস্কারের ঘোষণা এখনো হয়নি। তবে গত আসরের মতো এবারও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কমেন্ট বক্স