‘ব্রেন ফেডে’ অবাক কাণ্ড করে বসলেন মার্শ
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৮:২৯:৪৫ অপরাহ্ন
অ্যাডিলেড টেস্টে ব্যাটিংয়ের সময় মার্শ। ছবি: এএফপি
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ব্যাটিংয়ে নেমে ৯ রানে আউট হন মিশেল মার্শ। কিন্তু তিনি যে কাণ্ড করেছেন তাতে পরিষ্কার ব্রেন ফেড অর্থাৎ মস্তিষ্ক ক্লান্ত ছিল তার। যে কারণে আউট না হয়েও আউট মেনে নেন তিনি।
ইনজুরির শঙ্কায় থাকা হেড এদিন ছয়ে ব্যাট করতে নামেন। অশ্বিনের মুখোমুখি হয়ে একটি বল ফরোয়ার্ড ডিফেন্স (সামনে পা দিয়ে রক্ষণাত্মক) খেলেন তিনি। বল উইকেটরক্ষক ঋষভ পান্তের গ্লাভসে যেতেই ‘অর্ধেক’ গলা ছেড়ে আউটের আবেদন করেন পান্ত ও অশ্বিন।
আবেদনের সঙ্গে সঙ্গেই ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে হাটা দেন মার্শ। আম্পায়ার আউট দিল কিনা সেদিকে তাকানওনি। তার ক্রিজ ছাড়া দেখে আউট দেন আম্পায়ার। কিন্তু পরে রিপ্লেতে দেখা গেছে, ব্যাটের সঙ্গে বলের কোন সংযোগই হয়নি। শব্দ হয়েছিল ঠিক। তবে ব্যাট প্যাডে লাগার কারণে।
মার্শের এমন কাণ্ড দেখে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, ‘সে সামনে পা বাড়ানোয় (ক্রিজ ছাড়ায়) আম্পায়ার ধরে নিয়েছেন আউট হয়েছে।’ গিলক্রিস্ট বলেন, ‘এটা অবিশ্বাস্য ঘটনা, ওর প্রতিক্রিয়া দেখুন। ওর মনে হয়েছে বল ব্যাটেই লেগেছে, তা না হলে রিভিউ নিত।’
কমেন্ট বক্স