ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​দুবাইয়ে যুবাদের উৎসাহ দিলেন প্রবাসীরা, ধন্যবাদ দিলেন তামিম

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৮:২৫:৩৯ অপরাহ্ন
​দুবাইয়ে যুবাদের উৎসাহ দিলেন প্রবাসীরা, ধন্যবাদ দিলেন তামিম দুবাই স্টেডিয়ামে যুবাদের ফাইনাল দেখতে গ্যালারিতে বাংলাদেশি দর্শকরা।

এশিয়া কাপের শিরোপা ধরে রাখলেন বাংলাদেশের যুবারা। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ছুটির দিন হওয়ায় আজিজুল হাকিম-ইকবাল হোসেনদের উৎসাহ দিতে স্টেডিয়ামে হাজির হন শত শত প্রবাসী বাংলাদেশি। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ সন্তান-পরিবার নিয়ে আসেন খেলা দেখতে। ভারতের বিপক্ষে জয় দিয়ে শিরোপা ধরে রাখায় গ্যালারিতে উল্লাস করেন তারা।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও উৎসাহ দিতে আসা দর্শকদের ম্যাচ শেষে ধন্যবাদ জানান। অল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অধিনায়ক। দলকে ওই সাহস জুগিয়েছেন দর্শকরা।

দুবাই প্রবাসী তোফায়েল পাপ্পু, রায়হান আহমেদ রিয়াদ ও শাহেদ সৃজনের মতো শত শত দর্শক তাদের অনুভূতি ব্যক্ত করেন। দর্শকরা জানান, গত বছরও তারা যুবাদের খেলা দেখতে এসেছিলেন। এবারও এলেন। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় এবার বেশি ভালো লাগছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ