ঢাকা ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

​রংধনু গ্রুপের মালিকের হোটেল ক্রোক, ৩৪ কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:২৬:৪৩ অপরাহ্ন
​রংধনু গ্রুপের মালিকের হোটেল ক্রোক, ৩৪ কোটি টাকা জব্দ রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের বিলাসবহুল হোটেল

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের একটি বিলাসবহুল হোটেল ক্রোক ও জামানত হিসেবে ব্যাংকে রাখা প্রায় ৩৪ কোটি টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির সদর দপ্তরের গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে। গত ৭ আগস্ট গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

তিনি বলেন, ‘রফিকুল ইসলাম রংধনু বিল্ডার্সের নামে ইসলামী ব্যাংকের বারিধারা শাখা থেকে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক গুলশান শাখা থেকে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেন এবং ওই টাকা বিনিয়োগ করেছেন। 

জসীম উদ্দিন আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তারা রাজধানীর বনানী ১৭ নম্বর রোডে ৬ শতাংশের বেশি জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সি এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে জামানত হিসেবে রাখা ৩৩ কোটি ৮১ লাখ টাকার সন্ধান পান। পরে আদালতের নির্দেশে সিআইডি ওই হোটেল ক্রোক এবং জামানত হিসেবে রাখা অর্থ ফ্রিজ করে।’ 

তিনি বলেন, ‘মামলার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। রফিকুল ইসলাম ও তার সহযোগীদের অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচার করা সম্পদের সন্ধান চলছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ