ঢাকা ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

​সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:১৯:৪২ অপরাহ্ন
​সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। তার মধ্যে দুজন কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ রদবদল ও পদন্নোতির প্রজ্ঞাপনটি আরও দুই-একদিন আগেই জারি হয়েছে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে জানা গেছে, সেনাবাহিনীর বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। সেখানে বগুড়ায় জিওসি করা হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে। 

এছাড়া ইবিআরসির কমান্ড্যান্ট করা হয়েছে কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে, সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে। 

সেনা কল্যাণ সংস্থার (এসএকএস) চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এসকেএসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ