ঢাকা ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

​কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন
​কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ

নোয়াখালীর কবিরহাটে আধিপত্য বিস্তার নিয়ে বিনোদন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দিন সুমনের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হামলায় পুলিশ সদস্যসহ সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য সুন্দলপুর গ্রামের বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় গার্ডেনে আগত নারী-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিরিন গার্ডেনের মালিক সিদ্দিকী নাছির উদ্দিন বলেন, বিনোদন কেন্দ্রের টিকিট বিক্রিসহ বিভিন্ন কাজ পেতে স্থানীয় বিএনপি-যুবদলের দুই গ্রুপ দীর্ঘদিন থেকে লবিং করে আসছে। মঙ্গলবার রাতে দর্শনার্থীদের সঙ্গে অশোভন আচরণ নিয়ে কয়েকজন যুবককে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন বের করে দেন। পরে তারা সংঘটিত হয়ে ৩০-৪০ জনের একটি দল পার্কের ভেতরে হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলার সময় গার্ডেনের ফুডকোর্ট, টিকিট কাউন্টার, দর্শনীয় স্থাপনা ভাঙচুরসহ ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে দায়িত্বরত হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে সাতজন আহত হন। এ বিষয়ে সিসিটিভির ফুটেজসহ থানায় অভিযোগ করা হয়েছে ও সেনাবাহিনীসহ বিভিন্ন দফতরে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গার্ডেনের দায়িত্বরত একজন জানান, শিরিন গার্ডেনের বিভিন্ন কাজের ঠিকাদারি না পেয়ে ক্ষুব্ধ ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দিন সুমন। মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনার জেরে তার ইন্ধনে যুবদলের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালায়। ভিডিও ফুটেজে হামলাকারীদের দেখা গেলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। মালিকপক্ষও ব্যবসার স্বার্থে এ বিষয়ে এখন বাড়াবাড়ি করতে চাচ্ছে না।

জানা গেছে, এ বিনোদন কেন্দ্রের টিকিট বিক্রি, পার্কিং, মাটি ভরাটসহ বিভিন্ন কাজ বাইরের লোকজন দিয়ে কমিশনের ভিত্তিতে করানো হয়। ৪০ টাকার প্রতিটি প্রবেশ টিকিটে তারা দুই টাকা করে কমিশন পান। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে স্থানীয়দের দিয়ে বেশ কিছু কাজ করানো হয়। সেই কাজ নিতে স্থানীয়রা বিরোধে জড়িয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মাঈন উদ্দিন সুমন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তবে তিনি এ হামলায় জড়িত নন বলে দাবি করেন।

মাঈন উদ্দিন সুমন বলেন, শিরিন গার্ডেনে আমার হামলা করার প্রশ্নই আসে না। তবে হামলার খবর পেয়ে বিএনপি নেতাদের সঙ্গে আমিও সেখানে যাই। যেহেতু এটা আমার নিজ এলাকা তাই হামলাকারীদের মধ্যে আমার পরিচিতদের কেউ থাকতে পারেন।

কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, খবর পেয়ে শিরিন গার্ডেনে গিয়ে দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করি। কেন ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা বসে মীমাংসার কথা বলে এসেছি। হামলায় যুবদলের কেউ জড়িত কি না আমার জানা নেই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, শিরিন গার্ডেনে হামলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। সেখানে পুলিশ আহতের বিষয়ে আমার জানা নেই। তবে জেনেছি দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ