উন্নয়নের রূপকার ছিলেন ব্যারিস্টার মওদুদ: ফখরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নোয়াখালী অঞ্চলের উন্নয়নের রূপকার। তিনি আজ না থাকলেও সৎ কর্মই তাকে যুগের পর যুগ মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।
শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারীতে ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সেক্রেটারি ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সন্ত্রাসী বাহিনী গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে পবিত্র রমজান মাসে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। ওয়াজ মাহফিল করতে হলেও তাদের অনুমতি নিয়ে করতে হতো। আজ তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
উপজেলা বিএনপির এ নেতা বলেন, গত ৫ আগস্টের পর আমাদের দলের কিছু নেতা অনিয়ম করে বেড়াচ্ছে বলে শুনেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। দলের ভাবমূর্তি নষ্টকারীদের এক মূহুর্তের জন্যও ছাড় দেওয়া হবে না। দলের সিনিয়র নেতাদের অনুরোধেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে দল অচিরেই সাংগঠনিক ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আবদুল মতিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, চরহাজারী ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মজিদ মেম্বার, চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম মেম্বার প্রমুখ।
২০২১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি দেশের আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি ছিলেন। এছাড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন মওদুদ আহমদ। এসময় তার হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগে।
কমেন্ট বক্স