ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে নিখোঁজ ২৫
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি দুর্গম সীমান্ত এলাকায় বড়সড় তুষারধসের ঘটনায় ২৫ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্যটির মানা অঞ্চলে ঘটনাটি ঘটে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তুষারধসের পর কমপক্ষে ৪১ জন শ্রমিক আটকা পড়েন। যাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা গেছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র পরিদর্শক নিলেশ আনন্দ ভারনে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজকে জানিয়েছেন। অঞ্চলটি হিমালয় পর্বতের অববাহিকায় অবস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাখণ্ডের মানায় বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এর একটি ক্যাম্পে প্রকাণ্ড তুষারখণ্ড আঘাত হানে। এই এলাকা তিব্বতের সীমান্তবর্তী। জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা সন্দীপ তিওয়ারি বিবিসি হিন্দিকে জানিয়েছেন, তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক এক্স বার্তায় নিশ্চিত করেছেন, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ, বিআরও এবং অন্যান্য দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে বরফ আবৃত অঞ্চলটির প্রতিকূল পরিবেশ উদ্ধারকারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
বিআরও এর কমান্ডার কর্নেল অঙ্কুর মহাজন হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘যাদের উদ্ধার করা হয়েছে তারা চিকিৎসা পাচ্ছেন। তবে তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়।’ সূত্র: বিবিসি
কমেন্ট বক্স