ঢাকা ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

​২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পেল ২১ শিশু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:২৭:০১ পূর্বাহ্ন
​২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পেল ২১ শিশু নোয়াখালীতে ২০০ ওয়াক্ত নামাজ আদায়ের অনুষ্ঠানে অতিথিরা।
নোয়াখালীর সূবর্ণচরে টানা ২০০ ওয়াক্ত (৪০ দিন) নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ২১ শিশু। এ ছাড়া আরও ২৯ জনকে দেওয়া হয়েছে অন্যান্য পুরস্কার।

শনিবার (১ মার্চ) সকালে পূর্ব চরবাটা  ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। এতে আর্থিক সহযোগিতা করেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ব্যবসায়ী।

এ আয়োজনের সমন্বয়ক পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২১ জন বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহার পেয়েছেন।’

হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ বলেন, ‘এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রাম ও সমাজে আয়োজন করা উচিত। এতে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং সৃষ্টি বন্ধ হয়ে আসবে।’

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. সিয়াম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ আদায় করার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ ও পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ