অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই পার্লামেন্টে ঠিক করবে কতটুকু সংস্কার হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কবে হবে। তাই অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
তিনি বলেন, নির্বাচন যত দেরিতে দিবেন, দেশ নিয়ে তত বেশি ষড়যন্ত্র হবে। তাই কিছু কিছু মহল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এসব টালবাহানা বিএনপি মানবে না। সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পূর্বে সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংসদ নির্বাচন চায় না। বিএনপি এমন নির্বাচন চায়, যেখানে দিনের ভোট রাতে হবে না।। তারেক রহমান এমন নির্বাচন চান যেখানে ১৫৪জন বিনা ভোটে নির্বাচিত হবে না।
তিনি বলেন, বিএনপি আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) সমর্থন করেছে, এ সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের মনে রাখতে হবে বিএনপির ১৬ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায়। সুতরাং এমন একটি নির্বাচন দিন যেই নির্বাচনে জনগণের পছন্দের দল দেশ পরিচালনার দ্বায়িত্ব পায়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুরনবী বাচ্চু প্রমুখ।