নোয়াখালী এলজিইডির অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এলজিইডির আয়োজনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট সংস্থার সহযোগিতায় কামরুল ইসলাম ছিদ্দিক হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এলজিইডির নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন। সঞ্চালনা করেন নোয়াখালী রিজিওনের সাপোটিং রুরাল ব্রীজেস প্রকল্পের এডভোকেসী কাউন্সিলর ফৌজিয়া নাজনীন।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা নারী অধিকার জোটের সভাপতি ও অ্যালায়েন্স কমিটির সদস্য লায়লা পারভীন, সদস্য অ্যাডভোকেট কল্পনা রানী দাস, সংরক্ষিত ইউপি সদস্য ও অ্যালায়েন্স কমিটির সদস্য রৌশনারা লাকী, দ্য ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি অ্যালায়েন্স কমিটির সদস্য আনোয়ারুল হায়দার, সাংবাদিক দিদারুল ইসলাম, সাপোটিং রুরাল ব্রীজেস প্রকল্পের সেফটি অফিসার নুরুন্নবী, সহকারী প্রকৌশলী মিনহাজ আবেদীন প্রমুখ।
কমেন্ট বক্স