ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরী: ইকবাল হোসেন বাবু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১০:৩২:০৭ অপরাহ্ন
​বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরী: ইকবাল হোসেন বাবু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বাবু।

দেশের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির জন্য বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন বিএনপির স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বাবু।

তিনি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। জনগণ এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট স্বৈরসরকার। সেই সময়ে সাংবাদিকরাও তাদের সঠিক লেখনি লিখতে পারেনি। তাদের কণ্ঠও রোধ করা হয়েছিল।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বেলজিয়াম বিএনপি নেতা মো. ইকবাল হোসেন বাবু।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

ইকবাল হোসেন বাবু বলেন, বিগত ফ্যাসিস্টরা আমার জন্মস্থান নোয়াখালী বেগমগঞ্জেও সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমান পরিবর্তিত সময়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে এবং এলাকার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই সংগ্রামে আমি আপনাদের সহযোগিতা চাই।

প্রসঙ্গত; বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বাবুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন প্রবাসী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ