ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ছোটভাইকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের: ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৮:১৭:৪৪ অপরাহ্ন
ছোটভাইকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের: ফখরুল ইসলাম


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছোটভাই আবদুল কাদের মির্জাকে দিয়ে নিজ জেলা নোয়াখালীতে চাঁদাবাজির সম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম। 
 

তিনি বলেন, ভবিষ্যতে বৈষম্যহীন নতুন বাংলাদেশে আর কখনো এ এলাকায় ওবায়দুল কাদেরের মতো মহাদুর্নীতিবাজ নেতা এবংতার ভাই আবদুল কাদের মির্জার মতো মহাচাঁদাবাজের উত্থান হতে দেওয়া হবে না।



 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ৬০০ অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে চারবার ভোটডাকাতি করে এমপি হয়েছেন। এরপর ভাই-ভাগনেদের দিয়ে এলাকায় টেন্ডার দখল, চাকরী বাণিজ্য, চাঁদাবাজি, লুটপাট করে এলাকার জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। কাদের মির্জার হেলমেট বাহিনীর অত্যাচারে মানুষ রাতে ঘুমাতে পারতো না। সেইসব সন্ত্রাসীদের কখনো ক্ষমা হবে না।



তিনি আরও বলেন, বিএনপির সুসময় আসার আগেই কিছু বেকার নেতা এলাকায় অনিয়ম করে বেড়াচ্ছেন বলে অভিযোগ আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করার পরও যারা ক্ষ্যান্ত হচ্ছেন না তাদের চিনে রাখুন। সামনে কোনো পদপদবি কিংবা ভোটে দাঁড়ালে তাদের ভোট দিবেন না। 

 

ফখরুল ইসলাম বলেন, আমরা কোনো চাঁদাবাজকে এলাকার নেতৃত্বে দেখতে চাই না। যারা জনগণেকে দেওয়ার চাইতে জনগণের বরাদ্দ তছরুপ করে তাদেরকে বয়কট করবেন। বিএনপির লাখো নেতাকর্মী হত্যা, গুম, জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছে চাঁদাবাজদের রাজত্ব কায়েম করার জন্য নয়।



 

এ সময় উপস্থিত সকল নেতাকর্মীদের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে তার সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আনিছুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি নেতা একরামুল হক মিলন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জিয়ামঞ্চের যুগ্ম আহ্বায়ক মাসুদ সারওয়ার রনি প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ