ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোয়াখালী

রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৯:৪৪:০৬ অপরাহ্ন
রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা।

শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে নোয়াখালীর সদর উপজেলার রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ৮ টায় শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি মো. নুরুল আমিন দুলাল। দিনভর চলা প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু কাশেম।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, ২ নম্বর দাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদ মো. জামাল হোসেন প্রমুখ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সমন্বিত মেধা তালিকা, একাডেমিক-সহপাঠ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 


সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। 

এসময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে এবং সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে  আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথিরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ