নোয়াখালীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক হলের ওই কর্মশালার আয়োজন করা হয়।
এতে নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এলজিইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা।
নোয়াখালী এলজিইডির সাপোটিং রুরাল ব্রীজেস প্রকল্পের অ্যাডভোকেসি কাউন্সিলর ফৌজিয়া নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী যোগেল কৃঞ্চ মন্ডল।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেন্ডার ও জিবিভি বিশেষজ্ঞ চন্দন কুমার লাহিড়ী, টিম লিডার মামুনুর রশীদ, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ইমাম হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার।
কর্মশালায় প্রশিক্ষনার্থীরা বলেন, আজকের মতো এতো প্রাণোজ্জল প্রশিক্ষণ আগে কখনো পাইনি। এতো সুন্দর প্রশিক্ষণের জন্য সিনিয়র সহকারী প্রকৌশলী স্টেপসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।