এক উপদেষ্টার অনাগ্রহে রাজনৈতিক সমন্বয় টিম হয়নি: এবি পার্টি
সংস্কার ও নির্বাচন প্রশ্নে ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যে হতাশার কথা জানিয়েছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধান উপদেষ্টাকে প্রথম দিনই বলেছিলাম, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ে একটি টিম গঠন করুন’। কিন্তু একজন উপদেষ্টার অনীহায় তিনি তা করেননি।
অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মঞ্জু বলেন, যে দলগুলো অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করছে, তারা আজ একে অপরকে হেয় করছে। বাকযুদ্ধে জড়িয়ে বিভেদ বাড়াচ্ছে; এর দায় সরকার এড়াতে পারে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দক্ষতা দায়িত্বশীলতার প্রমাণ দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফট্যানেন্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।
কমেন্ট বক্স