ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ফেসবুকে উস্কানীমূলক পোস্ট, নোয়াখালীতে চিকিৎসককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:২০:৩৭ অপরাহ্ন
ফেসবুকে উস্কানীমূলক পোস্ট, নোয়াখালীতে চিকিৎসককে শোকজ

ফেসবুকে 'জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী' উস্কানীমূলক বক্তব্য পোস্ট করায় নোয়াখালী জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজকে শোকজ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. ফরিদ উদ্দিন চৌধুরী সই করা চিঠিতে তাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি একটি পোস্ট করা হয়েছে। যা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকার সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত বিষয়ে আপনার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামি তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. ফরিদ উদ্দিন চৌধুরী চিঠির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জবাব পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ডাক্তার মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে 
 গত ৬ ফেব্রুয়ারী একুশে টেলিভিশনের  'মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি বলায় ধানমন্ডিতে নারীকে হেনস্থা!' শিরোনামে একটি নিউজ শেয়ার করেন। এতে তিনি লিখেন, 'এই হইলো জামাত শিবির জঙ্গী আর বিএনপির মরদদের অবস্থা! এগুলার পারিবারিক শিক্ষা আর লেভেলই বুঝা যায়। এরা বাড়ীতে দেখসে এগো মা বইনরে এমনে গলাধাক্কা খাইতে, এখন বড় হয়ে সেটাই চর্চা করতেসে যা শিখসে সারাজীবন'।

এ বিষয়ে জানতে ডাক্তার মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ