মোশারফ গ্রুপের সঙ্গে ফারইস্টের গ্রুপ বীমা চুক্তির সিদ্ধান্ত
দেশের শীর্ষ শিল্প গ্রুপ ‘মোশারফ গ্রুপ' ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ বীমা চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উভয় কোম্পানির মধ্যে এ চুক্তি সম্পাদনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, তার নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধি দল মোশারফ গ্রুপের কর্পোরেট অফিসে কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মো. মোশারফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন।
এ সময় মোশারফ হোসেন ফারইস্ট প্রতিনিধি দলকে গ্রুপ বীমা ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তার সকল প্রতিষ্ঠানে গ্রুপ বীমা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরবর্তীতে উভয় পক্ষ একে অপরের ব্যবসায়িক সফলতা কামনা করেন।
কমেন্ট বক্স