স্বামী কি আপনাকে সত্যিই ভালোবাসেন?
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০১:২৩:১৪ অপরাহ্ন
সব নারীই চান স্বামী যেন তাকে প্রচণ্ড ভালোবাসেন! অনেক স্বামী আছেন তা প্রকাশ কনে, আবার কেউ প্রকাশ করতে পারেন না। এজন্য স্ত্রীও টের পান না যে, স্বামী তাকে খুবই ভালোবাসেন। অবশ্য কয়েকটি লক্ষণ আছে যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন স্বামী আপনাকে ভালোবাসেন কি না-
ক্ষমা করেন সহজেই
সঙ্গীর বিশ্বাস ভাঙা কারও উচিত নয়। তবুও কেউ ভুল ভ্রান্তির উর্ধ্বে নন। এক্ষেত্রে সঙ্গী যদি ক্ষমা না করেন, তাহলে সম্পর্ক ভেঙেও যেতে পারে। এমন ঘটনার পরও যদি স্বামী আপনার সব অপরাধ ভুলে ক্ষমা করে দেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে পাগলের মতো ভালোবাসেন।
সব শখ পূরণের চেষ্টা করেন
প্রিয়জনের শখ পূরণের চেষ্টা করার তাগিদ কম মানুষের মধ্যেই দেখা যায়। তবে সঙ্গী যদি আপনার সব ভালো লাগাকে উপভোগ ও সাচ্ছন্দ্যে মেনে নেন তাহলে বুঝবেন আপনার প্রতি তার অগাধ বিশ্বাস ও সম্মান আছে।
শান্তভাবে আপনার কথা শোনেন
স্বামী যদি আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে গুরুত্ব দেন। এ লক্ষণ কিন্তু জানান দেয়, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসেন।
আবেগ প্রকাশ করেন
প্রিয়জনের সামনে অনেকেই নিজের আবেগ প্রকাশ করতে পারেন না, তবে যারা পারেন তারা সঙ্গীর মন জেতেন সহজেই। আপনার স্বামী যদি সব সময়ই আপনার সামনে তার আবেগ ও ভালোবাসার কথা জানান, তাহলে বুঝবেন তিনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন।
ফুল বা উপহার দেন
বিভিন্ন উপলক্ষ্য ছাড়াও যদি স্বামী আপনাকে প্রায় ফুল ও উপহার দেন তাহলে বুঝবেন তিনি আপনাকে সত্যিই অনেক ভালোবাসেন। এমনকি এই অভ্যাস রোমান্টিকতারও ইঙ্গিত দেয়।
সবার সামনে গর্ব করেন
সঙ্গীকে নিয়ে গর্ববোধ করার গুণটি সত্যিই মহৎ একটি বিষয়। সবাই এটি পারেন না, তবে যারা পারেন তারা সঙ্গীকে পাগলের মতো ভালোবাসেন বলেই হয়তো পারেন।
কাজে উৎসাহ দেওয়া
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
আপনি যে কাজই করুন না কেন, তাতে যদি সঙ্গীর উৎসাহ থাকে তাহলে বিষয়টি প্রমাণ করে যে তিনি সত্যিই উদার মনের। আপনাকে পাগলের মতো ভালোবাসেন বলেই তিনি সব কাজে এমনকি পরিস্থিতিতেও সাপোর্ট করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কমেন্ট বক্স