ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

হাতিয়ায় মাদক-টাকাসহ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৭:৫৬:১৭ অপরাহ্ন
হাতিয়ায় মাদক-টাকাসহ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ মো. আয়াত হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আয়াতের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, তিনটি হুক্কা ও নগদ ৬১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক আয়াত হোসেন হাতিয়া উপজেলার পশ্চিম লক্ষ্মীদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তাদির হোসেনের ছেলে। তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম উল হক বিষয়টি নতুনদেশকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশন হাতিয়ার কর্মকর্তারা অভিযান চালিয়ে এমপির পুল নামকস্থান থেকে তাকে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আসামি আয়াত হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এরআগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়ি, সাতটি স্পিডবোট এবং চারটি ট্রলারে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ