ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোয়াখালীতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৮:৫৩:৩২ অপরাহ্ন
​নোয়াখালীতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নোয়াখালীর সেনবাগে অবৈধ দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে আইন অমান্য করায় ভাটা দুটিকে দেড়লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহপুর ও কাদরা এলাকায় পুবালী ব্রিকস ও আঞ্জু ব্রিকস নামে ইটভাটায় ওই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহিল লাল সরদার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধ ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করে আসছিল ভাটা দুটি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভাটাগুলোর ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে অকেজো করে বন্ধ করে দেওয়া হয়েছে।

এসময় সরকারি আদেশ অমান্য করায় পুবালী ব্রিকসকে (পিবিএম) ৫০ হাজার ও আঞ্জু ব্রিকসকে (এবিএম) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সেনবাগ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ