ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোয়াখালীতে তারুণ্যের উৎসবে দৃষ্টিনন্দন ছবি আঁকলো অটিজম শিশুরা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন
​নোয়াখালীতে তারুণ্যের উৎসবে দৃষ্টিনন্দন ছবি আঁকলো অটিজম শিশুরা

নোয়াখালীতে তারুণ্যের উৎসবে বিভিন্ন ধরণের দৃষ্টিনন্দন ছবি আঁকলেন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিজম) শিশুরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৩ শিশু অংশগ্রহণ করে। বিজয়ীসহ অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার।

অনুষ্ঠানে নোয়াখালীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক (ডিজএ্যালিটি ও রিহ্যাবিলিটেশন) নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ আব্দুর রহমান। 

ভবিষ্যতে জেলার অটিজম শিশুদের নিয়ে আরও অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ