ঢাকা ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

​ইধিকা আবারও দেবের নায়িকা

নতুন দেশ ডেস্ক
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৬:৩৪:২২ অপরাহ্ন
​ইধিকা আবারও দেবের নায়িকা কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল।

কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল। ২০২৩ সালে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক করেন। এর পর থেকেই যেন ক্যারিয়ারে বসন্তের হাওয়া বইছে এই অভিনেত্রীর।

বাংলাদেশে প্রথম সিনেমা দিয়ে সফলতার পর কলকাতার সুপারস্টার দেবের সঙ্গেও ‘খাদান’ সিনেমায় অভিনয় করে চরম দর্শকপ্রিয়তা পেয়েছেন ইধিকা। ‘খাদান’-এর সফলতার পর এবার দেবের প্রযোজিত পরবর্তী সিনেমাতেও কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বাংলাদেশের ‘প্রিয়তমা’ হিসেবে দর্শকদের কাছে খুবই সমাদৃত হয়েছিলেন ইধিকা। সেই রেশ কাটতে না কাটতেই এই নায়িকা কলকাতার ‘কিশোরী’ হিসেবে সবার মন জয় করেছেন। এবার নতুন আরেকটি সুখবর পেলেন তিনি। সুপারস্টার দেবের পরবর্তী সিনেমা ‘রঘু ডাকাত’-এর মধ্য দিয়ে ফের বড়পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।  

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে দেবের প্রযোজিত সিনেমায় সুযোগ পাওয়ার বিষয়ে কথা বলেছেন ইধিকা। যদিও চরিত্র বা সিনেমার গল্প সম্পর্কে কিছু খোলাসা করতে মোটেই রাজি নন এই অভিনেত্রী। 

ইধিকা বলেন, ‘এমন একটা সুযোগ আসবে সেটা আমার ধারণাতেই ছিল না। তবে আমার মনে হয়, যে কেউই এমন প্রস্তাব পেলে মেনে নেবেন। এই সিনেমাটি দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। তার ড্রিম প্রজেক্টের ভাবনায় তিনি আমাকে বিবেচনা করেছেন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়।’ 

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’ সিনেমাটিতে ইধিকা ছাড়া আরও অভিনয় করবেন সোহিনী সরকার। 

জানা গেছে, শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ শিরোনামের আরেকটি বাংলাদেশি সিনেমাতেও কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন এই টালিউড নায়িকা। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ