ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নতুন দেশ ডেস্ক
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৫:১৭:৫৫ অপরাহ্ন
​পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও সেগুলো শেষ করেননি এই নায়িকা। এর বাইরে বিভিন্ন সময় গণমাধ্যমে এই নায়িকার বিয়ে এবং সন্তানের খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এসব নিয়ে কখনো মুখ খোলেননি পপি।

এবার জমি দখলের চেষ্টার অভিযোগ এনে পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। জানা যায়, গত সোমবার এই অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা অভিযোগ তদন্ত করছেন। 

সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। 

মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু বলেন, পারিবারিক জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে জিডি হয়েছে। অভিযোগে নায়িকা পপির বিরুদ্ধে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, ম্যানেজার কল্লোল মজুমদার ও ড্রাইভার শিপনকে নিয়ে সাদিকা পারভীন পপি সোমবার সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে ৩৮২ নম্বর হোল্ডিংয়ে ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। তারা জমির দখল নিতে চাইলে বাধা দেওয়া হয়। এ সময় ফিরোজা পারভীনসহ অন্যদের মারধর করে আহত ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এ সম্পর্কে পপির বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দু-একজন জানেন। সব জানার পরও আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছেন না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। এরই মধ্যে পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছে। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমা মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ