ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​অর্থ জালিয়াতি

নগদের সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন
নগদের সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা ‘নগদ’ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক

নিয়ম লঙ্ঘন করে অবৈধ ই-মানি (ইলেকট্রনিক ট্রান্সফারযোগ্য অর্থ) সৃষ্টি করার অভিযোগে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ৬৪৫ কোটি টাকার অবৈধ ই-মানি সৃষ্টি করে লেনদেন করার দায়ে এ মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অবৈধভাবে ইলেকট্রনিক মানি সৃষ্টির অভিযোগে গত রোববার মতিঝিল থানায় মামলা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করেন পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক (জেডি) সরকার মুহাম্মদ আমির খসরু।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, ‘নগদে’ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত নগদ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি ও অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ (ই-মানি) তৈরি করা হয়েছে।

এসব কারণে দুই হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে মামলা করেছে। মামলায় টাকা আত্মসাৎ ও জাল-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ