ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৯:৫৪:২৫ অপরাহ্ন
নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


নোয়াখালীর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের মাঝে নারী উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ৫ নম্বর বিনোদপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার।
 

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নির্বাহী পরিচালক ফৌজিয়া নাজনীন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বেশি এ কাজে মনযোগ দেওয়া হবে।
 

প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার বলেন, নোয়াখালী নারী উন্নয়ন সংগঠন পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছে জেনে আমি আনন্দিত। এ সংগঠনের জন্য আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
 

তিনি আরও বলেন, নারী সংগঠনসহ সকলের সহযোগিতায় আমরা সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধে কাজ করে যাবো। এতে করে নিশ্চয় একদিন আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।
 

অনুষ্ঠানে সংগঠনের সদস্য রাহনুমা নাজনীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের প্রশিক্ষক মৌমিতা পাল, অধিকার কর্মী ইপসার উপজেলা কোর্ডিনেটর ও হ্যালো উইমেনের সভাপতি নাছিমা মুন্নী প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ