নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি নেতা মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জেলা বিএনপির বিদায়ী কমিটির সদস্য এবং সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
এছাড়া কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি নতুনদেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, 'নোয়াখালীর মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। লেজুড়বৃত্তির রাজনীতিতে কিছুটা ভাটা পড়লেও তা পুনরুদ্ধারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো।'
এ বিষয়ে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান নতুনদেশকে বলেন, কমিটি ঘোষণার বিষয়টি আপনার মতো আমিও ফেসবুকে দেখেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।
এরআগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ নোয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হলে কমিটি ঘোষণা স্থগিত হয়ে যায়। পরে ২০১৭ সালে ২৩ এপ্রিল কেন্দ্র থেকে এ জেড এম গোলাম হায়দাকে সভাপতি এবং অ্যাডভোকেট আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।