স্কুটার রাইডারদের ব্যতিক্রমী আয়োজন
জেন্টেলম্যান রাইডে অংশ নিয়েছেন একদল শৌখিন স্কুটারপ্রেমীরা।
কুয়াশাভেজা শীতের সকালে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় একদল শৌখিন স্কুটারপ্রেমীদের নিয়ে আয়োজিত হলো ‘জেন্টেলম্যান রাইড’। গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই রাইডে পরিবার-পরিজন নিয়ে পাঁচ শতাধিক স্কুটার অংশগ্রহণ করে। কেউ কেউ নিয়ে এসেছিলেন ভক্সওয়াগেন গাড়িও। পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
তৃতীয়বারের মতো বাংলাদেশ ভেসপা কমিউনিটির উদ্যোগে এন্টর্ক ক্লাব, বাইক বিডি ও স্কুটার রাইডার বিডির সহযোগিতায় এই রাইডের আয়োজন করা হয়েছে। জেন্টেলম্যান রাইডের আয়োজক বাংলাদেশ ভেসপা কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. দিদারুল ইসলাম সুজন বলেন, ‘বাইকিং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি ও জেন্টেলম্যানের মতো স্কুটার রাইড করার প্রয়াসে এই আয়োজন করা হয়। বাংলাদেশ ভেসপা কমিউনিটি ছাড়া নবাবী রাইডসহ বিভিন্ন রাইডের আয়োজন করে থাকে।’
এন্টর্ক ক্লাবের এডমিন সনজয় রায় বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে স্কুটার ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম। স্কুটার একটি নিরাপদ বাহন। বাইকিং কমিউনিটিতে এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।’
বাইক বিডি প্রতিষ্ঠাতা শুভ্র সেন বলেন, ‘এ ধরনের রাইড আমাদের মধ্যে জোরালো বন্ধন সৃষ্টি করে। বিভিন্ন কমিউনিটির যারা যুক্ত আছেন, সবাই আমরা একসঙ্গে এই রাইডের আয়োজন করেছি। আশা করছি, আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন সম্ভব হবে।’ রাইড শেষে কেক কেটে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হয়েছে ব্যতিক্রমী এ আয়োজনের।
কমেন্ট বক্স