ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোয়াখালীতে বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০১-০২-২০২৫ ১২:৩৮:০৫ অপরাহ্ন
​নোয়াখালীতে বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে তোলপাড় বক্তব্য রাখছেন আজিম গ্রুপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম।

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পারিবারিক গণসমাবেশ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বিরুদ্ধে। অন্যদিকে ওই সমাবেশে ‌‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হাতিয়া আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, বিশেষ অতিথি ছিলেন, ফজলুল আজিমের স্ত্রী শামীমা আজিম ও ছেলে প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম। অতিথিদের কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে জানা গেছে। 

সমাবেশের ব্যানারে মোহাম্মদ ফজলুল আজিমকে সাবেক সংসদ সদস্য, তার স্ত্রী শামীমা আজিমকে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজের সাবেক সভাপতি ও ছেলে প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিমকে আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে সমাবেশে হাতিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার ফুলমিয়া (৬২) তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়।

জানতে চাইলে বিএনপি নেতা আবুল বাসার ফুলমিয়া বলেন, আমি ‘জয় বাংলা’ বলে কোনো শ্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের আত্মার দুশমন। কেন আমি জয় বাংলা বলবো। আমি তারেক জিয়া জিন্দাবাদ এবং জয় হোক ফজলুল আজিমের বলেছিলাম।

হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, আবুল বাশার ভাই বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক এ কথা বলতে গিয়ে ভুলবশত জয়বাংলা বলে ফেলছেন। তবে তিনি তো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলেননি। মানুষ মাত্রই ভুল করে। এটি তিনি ইচ্ছাকৃত করেননি বলেও দাবি করেন এই নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বিএনপির কেউ না। তিনি নিজের শক্তি প্রদর্শনের জন্য আওয়ামী লীগের লোকজনকে একত্রিত করে গণসমাবেশ করেছেন। এটা আমাদের দলের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। তার উপর ওই সমাবেশে এক নেতা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিষয়টি পরিস্কার করেছেন।

হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বলেন, বিএনপিতে প্রকৌশলী মো. ফজলুল আজিমের কোথাও কোনো সদস্য পদও নেই। আর এ সমাবেশ সম্পর্কে আমাদেরকে কিছুই জানানো হয়নি। শুনেছি বিএনপির বহিস্কৃত কিছু নেতা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে একত্রিত করে তিনি সমাবেশ করেছেন। এতে বিএনপির নাম ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়টি উর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার রাজনৈতিক একান্ত সহকারি আবুল হাসনাত আফসার বলেন, প্রকৌশলী ফজলুল আজিমের দলীয় পদের চাইতে সাবেক সংসদ সদস্য পদ বড় হওয়ায় ব্যানারে তা উল্লেখ করা হয়েছে। এছাড়া সমাবেশে পারিবারিক অতিথির পাশাপাশি বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। ‘জয় বাংলা’ শ্লোগানের বিষয়টি আমার জানা নাই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, বিএনপির নামে সমাবেশ ডেকে নিষিদ্ধ শ্লোগান দেওয়ার বিয়ষটি শুনেছি। তদন্ত করে  সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

২০০৮ সালের জাতীয় নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। পরে আওয়ামী লীগ সরকারের ওই সময়ে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় এবং টেক্সটাইল ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ