ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোয়াখালীতে ইউএনও’র নম্বর হ্যাক করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৩:৫৮:৩৭ অপরাহ্ন
​নোয়াখালীতে ইউএনও’র নম্বর হ্যাক করে টাকা দাবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করছে প্রতারকরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা উল্লেখ করে সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরী (জিডি নম্বর-১৪৯৬)) করা হয়েছে।

ইউএনও’র গোপনীয় সহকারি (সিএ) মো. আবদুল মতিন বিষয়টি নতুনদেশকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১০টা দিকে পুলিশ পরিচয়ে ইউএনওকে ফোন করে তার সরকারি নম্বরে ভিপিএন সেট করা আছে বলে তা রিমুভ করার অনুরোধ জানান। এসময় মোবাইলে আসা ওটিপি নম্বর প্রতারককে দেওয়ার পর থেকে ওই সিমটি পাসওয়ার্ড দিয়ে লক করে দেয় হ্যাকাররা।

মো. আবদুল মতিন আরও বলেন, এরপর সকাল থেকে ইউএনও নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা দাবির একের পর এক অভিযোগ আসতে থাকে। অন্যদিকে ইউএনও’র মোবাইলেও ঢুকা যাচ্ছিল না। পরে হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে থানায় ডায়েরী করা হয়েছে। এছাড়া সবাইকে সতর্ক করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান, বেলা ১১টার দিকে ইউএনও’র হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজে একটি মোবাইল নম্বর দিয়ে ১৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বলা হয়। আমি লিখেছি, আমি ছাত্র এতো টাকা পাবো কোথায়? পরে খোঁজ নিয়ে জানতে পারি এটা প্রতারকের মেসেজ ছিল।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, বিষয়টি জানার পর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে নতুন সিম উত্তোলন করে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ডিলিট করে পুনরায় ইনস্টল দিতে পরামর্শ দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ