ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​গাজীপুরে ফল পট্টিতে আগুন, কয়েক'শ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:১০:১৭ অপরাহ্ন
​গাজীপুরে ফল পট্টিতে আগুন, কয়েক'শ দোকান পুড়ে ছাই

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানিরা জানান, বুধবার সকালে আড়তের ফল পট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে শত শত ফলের দোকান পুড়ে আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ বলেন, সকাল সাড়ে ৮টায় আমরা আগুনের সংবাদ পাই। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ