নোয়াখালীতে সাড়ে চারটন পলিথিন জব্দ, দুই লাখ টাকা জরিমানা
আপলোড সময় :
২৯-০১-২০২৫ ১২:০৪:১৩ অপরাহ্ন
‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে কাঁচামালসহ সাড়ে চারটন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে একটা থেকে তিনঘন্টাব্যাপী চৌমুহনী বাজারে ওই অভিযান চালানে হয়। এতে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নিষিদ্ধ পলিথিন কারাখানায় অভিযান চালানো হয়। এসময় ‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামের কারখানায় চার হাজার ৪০১ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পাওয়া যায়। পরে মালামালগুলো জব্দ করে তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, দিনেরবেলা বন্ধ রেখে গভীররাতে গোপনে পলিথিন উৎপাদন করে অসাধু চক্ররা। হাতেনাতে ধরার জন্য গভীররাতে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। রাষ্ট্র বিরোধী এ কাজে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরাসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স