ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ

​যুক্তরাষ্ট্র প্রবাসী জহির উদ্দিন সেলিম নিজ গ্রামে সংবর্ধিত

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৪:৩০:০৮ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্র প্রবাসী জহির উদ্দিন সেলিম নিজ গ্রামে সংবর্ধিত সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসী জহির উদ্দিন সেলিম নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরফকিরা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে চরফকিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসংবর্ধনা আয়োজন করা হয়। এতে দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ জনগণেরও ঢল নামে।

অনুষ্ঠানে চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহ, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী ইসমাঈল হোসেন সিরাজী, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শমসের হোসেন হেলালসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়া বলেন, জহির উদ্দিন সেলিম দীর্ঘদিন চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি মাটি ও মানুষের নেতা। যুক্তরাষ্ট্র থেকে আগমণ উপলক্ষ্যে তাকে দল ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা তার সাফল্যমন্ডিত ভবিয্যত কামনা করি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ