ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​নোবিপ্রবির সমস্যার কথা বলে আবেগাপ্লুত ভিসি ড. ইসমাইল

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:১২:৩৫ অপরাহ্ন
​নোবিপ্রবির সমস্যার কথা বলে আবেগাপ্লুত ভিসি ড. ইসমাইল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমস্যার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, একসময় একাডেমিক ভবন-৩ কে এ বিশ্ববিদ্যালয়ের দুঃখ বলা হলেও আমি সেই দুঃখ ঘোচানোর চেষ্টা করছি। ৩৪২ কোটি টাকার উন্নয়ন প্রজেক্ট একনেকের প্ল্যানিং কমিটিতে পাশ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া একটা সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার মাস্টার প্ল্যানের মাধ্যমে ইউজিসিতে চার কোটি ৪২ লাখ টাকার আরেকটি প্রজেক্ট হাতে নিয়েছি। 

তিনি আরও বলেন, আমি ৫ সেপ্টেম্বর থেকে নোবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। তখন সারাদেশেই অস্থির অবস্থা বিরাজমান ছিলো। আমার প্রথম চ্যালেঞ্জ ছিলো বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আমি সর্বপ্রথম ক্লাস চালু করেছি এবং ১০ সেপ্টেম্বর থেকে পরীক্ষাও শুরু করি। আমি যোগদানের পর অন্তর্বর্তী সময়ে যারা প্রশাসক ছিলো সেই সকল সহকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। 



উপাচার্য মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডাক্তারের সেবা ২৪ ঘণ্টা চালু করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহও করা হচ্ছে। এছাড়াও প্রত্যেক আবাসিক হলে উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করে ফার্স্ট এইড বক্স, নেবুলাইজারের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারের প্রেসক্রিপশনের পাশাপাশি আগামী মাস থেকে শিক্ষার্থীরা বেসিক মেডিকেল টেস্টগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করতে পারবে। শুধু শিক্ষার্থীরাই নয়, অত্র অঞ্চলের স্থানীয় মানুষজনও এ সেবার আওতাভুক্ত হবেন।

চব্বিশের জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে যারা হ্যারেজমেন্টের শিকার হয়েছে তাদের জন্য প্রক্টরিয়াল বডি কাজ করছে। গুরুতর আহত দুইজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিবহন সংকট নিরসনে বিআরটিসির বাস সংখ্যা বাড়ানো হয়েছে। আশাকরি বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা আগামী অর্থবছরে চারলেনের হবে বলে বিশ্বাস করি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্য আরো বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি। শীতকালীন পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তোলা সহ এ বিশ্ববিদ্যালয়কে অত্র অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।
 
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিন, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের (আইআইএস) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ