ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​এবার থানা ঘেরাওয়ের কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১০:২৫:৪২ অপরাহ্ন
​এবার থানা ঘেরাওয়ের কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় 

রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবিতে ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণে ইতিবাচক সাড়া না পেলে নিউ মার্কেট থানা ঘেরাও এবং সাত পয়েন্টে ঢাবির বাস চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ৪ ঘণ্টার আলটিমেটাম শেষে নতুন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। 

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে নতুন এই আলটিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ও মুক্তি তোরণে যায় এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করে। ঢাকা কলেজসহ সাত কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র ও মুক্তি তোরণ পার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিকল্পিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্র-লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। সোমবার সকালে আমরা ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করা। শুধু এই দাবিটি মেনে নেওয়া হলেও এখনো পাঁচ দফা দাবি বাকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইডেন-বদরুন্নেসাসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছে। এমন ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে এর দায় নিয়ে অবিলম্বে ক্ষমাপ্রার্থনা করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে নিউ মার্কেট থানা পুলিশ পিটিয়ে আহত করেছে। এই হামলার সঙ্গে জড়িতদেরসহ থানার ওসি-এসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি করার পেছনে দায়ী প্রো-ভিসি। তাই অনতিবিলম্বে প্রো-ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, আমরা পরবর্তী সময়ে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি উপ-উপাচার্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় ও ক্ষমাপ্রর্থনা না করে, ঢাকা কলেজসহ সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাস যেতে দেওয়া হবে না। আমরা প্রত্যাশা করি, এই ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিটমাট করবে।’

কিছুক্ষণ পর আরেক দল শিক্ষার্থী সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, ‘আমাদের ছয় দফার মধ্যে একটি দফা পূরণ করা হয়েছে। আমরা চাই ছয় দফা দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হয়। যদি এর মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে।’

সংবাদ সম্মেলনে দুই ধরনের কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান খবরের কাগজকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার ফের সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ