পুলিশ র্যাব আনসারের নতুন পোশাক
আপলোড সময় :
২০-০১-২০২৫ ০৩:১৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এসব পোষাক ব্যবহার করা শুরু হবে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই পোষাক পরিবর্তনের ফলে বাহিনীর সদস্যদের মানসিকতাও পরিবর্তন হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার অবৈধ বিদেশিদের অবস্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের জন্য সতর্কতা জারির আদেশ জারির পর অনেকেই চলে গেছেন। সরকারি হিসেবে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছে বলে তথ্য ছিল। এখন তা কমে ৩১ হাজার ৬৪৮ জনে এসেছে।
আগামী ৩১ জানুয়ারির পরও যারা অবৈধ ভাবে বাংলাদেশে অবস্থান করবে এবং যারা বা যেসব প্রতিষ্ঠান তাদের এই অবস্থানের বিষয়ে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার।
তিনি আরও বলেন, বিজিবিকে প্রয়েজনীয় ক্ষেত্রে ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। দ্রুতই মরণঘাতী নয়, এসব অস্ত্র সংগ্রহ করবে তারা।
ভারতের সঙ্গে গত সরকার সীমান্ত সংক্রান্ত চারটি চুক্তি করেছিল। এসব চুক্তিতে অসামঞ্জস্য কিছু আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি বৈঠকে প্রবেশ করেছেন। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়।
কমেন্ট বক্স