ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীতে দৈনিক সংগ্রামের সূবর্ণজয়ন্তী উদযাপন

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৩:৩৭:০৫ অপরাহ্ন
নোয়াখালীতে দৈনিক সংগ্রামের সূবর্ণজয়ন্তী উদযাপন বক্তব্য রাখছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মাহমুদ হাসান রেজবিনের পিতা জামাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

`সত্যের সংগ্রামে নিবেদিত' এই শ্লোগান সামনে নিয়ে বাংলাদেশের প্রাচীন সংবাদপত্র দৈনিক সংগ্রামের প্রকাশনার সূবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নোয়াখালী পৌর অডিটরিয়ামে দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা -নোয়াখালী অঞ্চলে টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মাহমুদ হাসান রেজবিনের পিতা জামাল উদ্দিন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আলী মর্তুজা সাইমনের পিতা সাইদুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমেদ খসরু, ইসলামীক ল-ইয়ার্স কাউন্সিল নোয়াখালী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম ও নোয়াখালী জেলা জামায়াতের আমির জনাব ইসহাক খন্দকার।

দৈনিক সংগ্রাম নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি মো. আবু তাহেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ ফাহাদ হোসেন, কলামিস্ট মাওঃ মুমিনুল হক চৌধুরী, কলামিস্ট আব্দুল বাসিত, এখন টিভি নোয়াখালী জেলা সংবাদদাতা নাসিম শুভ, একাত্তর টিভির মিজানুর রহমান, বাসাস কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, মানবকণ্ঠের প্রতিনিধি লিয়াকত আলী খান, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, সাংবাদিক আকবর হোসেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, সাংবাদিক রাহাত, মাহাবুবুল হাসান চৌধুরী রাসেলসহ নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

উক্ত আলোচনা সভা শেষে জুলাই অগাস্ট অভ্যুত্থানে শহীদ বিভিন্ন সাংবাদিক সহ নোয়াখালী জেলা ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ