নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর সূবর্ণচরে অবৈধ দুই ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় চারলাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পশ্চিম চরজব্বর ও চরবাগ্গা গ্রামের মাহিন ব্রিকস (পূর্বনাম আলিফ ব্রিকস) এবং আল্লার দান ব্রিকসে (এডিবি) এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সূবর্নচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী। তিনি বলেন, পরিবেশের ক্ষতি করে এমন স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার অভিযানের বিষয়টি নতুন দেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ব্যতিত নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটার কিলন ও চিমনী ভেঙে অকেজো করে দেওয়া হয়। এছাড়া দুই প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।