ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১১:০২:২৩ পূর্বাহ্ন
​জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

আদালত প্রতিবেদক, ঢাকা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়।

এর আগে এই মামলায় খালাস চেয়ে আপিল করা হলে চার দিন শুনানি শেষে গতকাল মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা মাথায় নিয়ে দুই বছরের বেশি সময় জেল খেটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুনানিতে বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকাই আত্মসাৎ হয়নি। কুয়েতের আমিরের পাঠানো পুরো দুই কোটি ১০ লাখ টাকা ব্যাংকেই আছে। কেবল তৎকালীন প্রধানমন্ত্রীর ফান্ড থেকে টাকাটা ট্রাস্টের জন্য অন্য ফান্ডে ট্রান্সফার হয়েছে। এখানে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে কোনো ধরনের অনিয়ম বা বিশ্বাস ভঙ্গ করেননি।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের দাবি, কোনো অপরাধের প্রমাণ না পেয়ে কেবল অনুমাননির্ভর অভিযোগে খালেদা জিয়াসহ অন্য আসামিদের সাজা দেওয়া হয়। জিয়া পরিবারকে নির্বাচন ও রাজনীতিতে থেকে দূরে রাখতে এমন ফরমায়েশি রায় দেওয়া হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ