তালিবান শাসন নিয়ে যা বললেন মালালা
আপলোড সময় :
১৪-০১-২০২৫ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন
মালালা ইউসুফজাই।
বিশ্ব ডেস্ক, নতুনদেশ.কম
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের নারী শিক্ষাবিরোধী অবস্থানের সমালোচনা করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
পাকিস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী শিক্ষাবিষয়ক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আফগান নারীদের বিরুদ্ধে তালেবানদের ‘লিঙ্গ বৈষম্যের’ কড়া সমালোচনা করেন তিনি।
সম্প্রতি শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান নিয়ন্ত্রিত কাবুল প্রশাসন।
এ প্রসঙ্গে মালালা বলেন, ‘বিগত সাড়ে তিন বছর আফগান নারীসমাজের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে তালেবান সরকার। ধর্মের অজুহাতে অস্ত্রের মুখে নিপীড়িন চালাচ্ছেন তারা।’
তালেবান সরকার সব ধরণের রাষ্ট্রীয় কার্যক্রম থেকে নারীদের বঞ্চিত করতে চায় বলেও মন্তব্য করেন এ অ্যাক্টিভিস্ট।
এর আগে ২০২১ সালের আগস্টে কাবুল প্রশাসনের ক্ষমতা নেয় সশস্ত্র সংগঠন তালেবান। এর পর থেকে দেশটিতে ইসলামী আইনের বিকৃত সংস্করণ কাজে লাগিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের প্রবেশে বাধা দিচ্ছে তারা।
মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউওএল) আয়োজিত এই সম্মেলনে ৫০টির বেশি মুসলিম দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিও।
সম্মেলনের শেষ দিনের আয়োজনের মালালা বলেন, ‘সময় এসেছে আওয়াজ উঠানোর। আপনারাই পারেন বিশ্বের কাছে ইসলামের আসল সৌন্দর্য তুলে ধরতে।’
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো ‘প্রতিক্রিয়াশীল আগ্রাসন থেকে নারীর শিক্ষা-অধিকার সুরক্ষা’
আলোচনায় আফগানিস্তানের কথা সরাসরি উল্লেখ করা না হলেও উপস্থিত প্রতিনিধিরা বিদ্যমান প্রেক্ষাপটে আফগানিস্তানে চলমান তালেবান আগ্রাসনের বিষয়টি অনুমান করে নিয়েছেন।
বিভিন্ন দেশের কাছে আফগান নারীদের শিক্ষাবৃত্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের কর্মরত জাতিসংঘের প্রতিনিধি রোজা ওতুনবায়েভা।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান প্রশাসন। সূত্র: ভয়েস অব আমেরিকা।
কমেন্ট বক্স