ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেফতার

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:৫৮:৩০ অপরাহ্ন
​ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেফতার বেনজীর হোসেন নিশি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোরের দিকে দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেনজীর হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি সাতক্ষীরার শ্যামনগরের নকিপুরের আব্দুল্লাহ আল মামুন ওরফে বালু মামুনের স্ত্রী।

৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন নিশি। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বেনজীর হোসেন নিশিকে গ্রেফতারের খবর জানানো হলেও সাতক্ষীরা জেলা পুলিশের কোনো উইং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে পারছিল না।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ