ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঢামেক চিকিৎসক

আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৫৯:৩৬ অপরাহ্ন
​মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঢামেক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমিনুর রহমান (৪০) নামের ওই চিকিৎসক ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে কর্মরত। 

তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা, ক্রেডিট কার্ড, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়।

আমিনুরের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টনের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে আমিনুর শ্রীপুর উপজেলার মাওনা মোড়ের একটি ক্লিনিকে চিকিৎসাসেবা দিতে যান। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রীকে ফোন করে অপহরণের কথা জানানো হয়।
 
তিনি জানান, অপহরণকারীরা তার মুক্তির জন্য দুই লাখ টাকা দাবি করে।

এমনকি, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে মারধরও করা হয়। পরে ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করে থানায় অভিযোগ করেন।

এরপর পরিবারের সদস্যরা অপহরণকারীদের ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযোগ পেয়ে পুলিশ ভুক্তভোগীর মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযানে যায়।

তবে এরইমধ্যে তিনি বাসায় ফিরে আসেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ