খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক-ইউটিউবে গুজব
আপলোড সময় :
১২-০১-২০২৫ ১১:৫৬:৩১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, নতুনদেশ.কম
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি ‘লন্ডনে মারা গেলেন নেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয়েছে।
রোববার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর বিষয়ে প্রচারিত দাবিটি সত্য নয়। বরং তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, দাবিটির সত্যতা যাচাইয়ে আলোচিত ভিডিওটিতে সংযুক্ত ভিডিও ফুটেজগুলো পৃথকভাবে পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ইউটিউব চ্যানেলে ‘খালেদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ তথ্য’ শিরোনামে গত ৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির আংশিক মিল রয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ০০:০১ থেকে ০০:২৩ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওটির ০০:১৬ সেকেন্ড পর্যন্ত অংশে ব্যবহার করা হয়েছে।
তবে মূল ভিডিওর ০০:০৩ থেকে ০০:১০ সেকেন্ড পর্যন্ত অংশটি যেখানে ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের পথে রয়েছেন। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে’- বলা হয়েছে সেখানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কর্তন করে ‘চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ অংশটি প্রতিস্থাপন করা হয়, যার ফলে আলোচিত ভিডিওতে এটি ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ হিসেবে প্রতীয়মান হয়েছে।
এ ছাড়া আলোচিত ভিডিওটির আরেকটি ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২ বছর পূর্বে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের মিল রয়েছে।
ভিডিওটির ০০:০১ থেকে ০০:১০ সেকেন্ড পর্যন্ত ভিডিও অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তবে সম্পাদনার মাধ্যমে মূল ভিডিওর অডিও অংশের স্থলে ভিন্ন একটি অভিও বার্তা প্রতিস্থাপন করা হয়েছে।
এতে বলা হয়, আলোচিত ভিডিওর অপর একটি ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘প্রবাস খবর’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর একটি অংশের মিল রয়েছে। ভিডিওটি যাচাই করে দেখা যায়, ভিডিওটির ০০:২৩ থেকে ০১:৫০ সেকেন্ড পর্যন্ত অংশের ভিডিওটি অংশটির ভিন্ন অডিও প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত দাবির ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
এসব বিষয় পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ইন্টারনেট থেকে পুরনো কয়েকটি ভিডিও ক্লিপ সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত ভিডিওতে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা প্রকাশের কথা বলা হলেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশের উল্লেখ থাকলেও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা অন্য কোনো সূত্রে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি গণমাধ্যম কিংবা বিএনপি সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত গণমাধ্যমে পাওয়া সর্বশেষ সংবাদ অনুযায়ী খালেদা জিয়া পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সুতরাং লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
কমেন্ট বক্স