ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

কমতে পারে তাপমাত্রা

​আবার জেঁকে বসছে শীত

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:৩৬:১৮ পূর্বাহ্ন
​আবার জেঁকে বসছে শীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। অধিকাংশ স্থানে দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া-সংশ্লিষ্টরা। এর আগে গত ৩ জানুয়ারি দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ খবরের কাগজকে বলেন, ‘বৃহস্পতিবার দেশের কয়েক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শীতের দাপট থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর জেলায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের অধিকাংশ স্থানে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে। ঘন কুয়াশার কারণে সূর্যের উপস্থিতি কম থাকতে পারে। অধিকাংশ এলাকা মেঘলা থাকতে পারে। ফলে দিনের বেলায়ও শীতের তীব্রতা বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে তীব্র শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ