ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১২:৫৪:৩০ পূর্বাহ্ন
​সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে পাঁচ হাজার ১৬৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে এক হাজার ১৪৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে এক হাজার ৯১৯ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন প্রায় ২ কোটি টাকা কমেছে। এ দিন ১১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৬৯৮টি শেয়ার ৯১ হাজার ৯৭০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২৭০টির ও অপরিবর্তিত ছিল ৫৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৮ কোটি ৯৪ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ৮ কোটি ৪ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৭ কোটি ৯১ লাখ, পূবালী ব্যাংক পিএলসির ৭ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ কোটি ৮৪ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৫ কোটি ১৬ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর পরের অবস্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ৮ দশমিক ৬৭ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৩ দশমিক ৮১ শতাংশ, রূপালী ব্যাংক পিএলসির ৩ দশমিক ৬৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৫ শতাংশ, পিএইচপি মিউচুয়াল ফান্ড ১-এর ৩ দশমিক ২২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১২ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৯৫ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৯২ শতাংশ ও এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৮৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ৮ হাজার ৮০৫ দশমিক ১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯২ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১৪ হাজার ৪৬০ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ২১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৯ লাখ টাকার।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ