ঢাকা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

​দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে পদ হারালেন যুবদল নেতা

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১২:২৫:২২ পূর্বাহ্ন
​দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে পদ হারালেন যুবদল নেতা বহিষ্কৃত যুবদল নেতা সোহাগ।

প্রতিনিধি, লক্ষ্মীপুর

দলীয় নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চরের খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করার ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ করায় মহিউদ্দিন সোহাগ নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের শিকার যুবদল নেতা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।  

জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। বহিষ্কারের বিষয়টি বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন।

এর আগে মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাকে ইউনিয়ন পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ ও দল থেকে বহিষ্কার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রেক্ষিতে রাতেই তার বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলের নেতা-কর্মীদের ধারণা ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটি বহিষ্কারের ঘোষণা দিয়েছে । 

মহিউদ্দিন সোহাগ সাংবাদিকদের বলেন, বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকানার জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামের বাহিরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এজন্য দলের শাস্তিকেও মেনে নিয়েছি। পাশাপাশি অপরাধীদেরও বিচার চাই।’

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন বলেন, ‘জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের সিদ্ধান্তটি ইতোমধ্যে কার্যকর করেছে। বহিষ্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তার সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ